Introducing Broker (IB) সম্পর্কে বিস্তারিত
Introducing Broker (IB) কী? কিভাবে কাজ করে? বাংলাদেশে IB হিসেবে সফল হওয়ার কৌশল ও সুযোগ সম্পর্কে সম্পূর্ণ গাইড। ফরেক্স ট্রেডারদের জন্য বিস্তারিত তথ্য।

ফরেক্স মার্কেট বা অনলাইন ট্রেডিং এর জগতে অনেক ধরনের আয়ের মাধ্যম রয়েছে। এর প্রায় সকল মাধ্যমকেই পেশা হিসেবে গ্রহণ করা যায়। যতোগুলো আয়ের মাধ্যম আছে এর মধ্যে অন্যতম ভূমিকায় থাকে Introducing Broker (IB)। আমাদের ট্রেডিং কমিউনিটিতে প্রায় সবাই এই বিষয়ে জানি। তবে এমন অনেকেই আছি যাদের নিকট Introducing Broker (IB) একটি অজানা বিষয়। এই আর্টিকেলে আমরা Introducing Broker (IB) সম্পর্কে বিস্তারিত জানবো। Introducing Broker (IB) কি? Introducing Broker (IB) এর কাজ এবং সুবিধা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে Introducing Broker (IB) হিসেবে কাজের সুযোগ কতোটা রয়েছে ইত্যাদি।
Introducing Broker (IB) কি?
Introducing Broker বা সংক্ষেপে আমরা IB হিসেবে সম্বোধন করি। যে কেউ চাইলেই কোন একটি ফরেক্স ব্রকারে Introducing Broker (IB) হিসেবে যুক্ত হতে পারে। ব্রকার Introducing Broker (IB) কে পার্টনার হিসেবে সম্বোধন করে থাকে। একজন Introducing Broker (IB) এর কাজ হলো সংশ্লিষ্ট ব্রকারে ট্রেডারদের একাউন্ট তৈরি করিয়ে বিনিয়োগ করানোর মাধ্যমে ট্রেডিং করানো। এক কথায় বলতে গেলে Introducing Broker (IB) ব্রকার এর প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে।
একজন Introducing Broker (IB) যতো ক্লায়েন্ট যুক্ত করাবে সব উক্ত Introducing Broker (IB) এর একাউন্ট এর ড্যাশবোর্ডে জমা হতে থাকবে। ক্লায়েন্ট বা ট্রেডাররা বিনিয়োগ এর পরে ট্রেড শুরু করলে প্রতি লটে একজন Introducing Broker (IB) ১৫ মার্কিন ডলার পর্যন্ত কমিশন পেতে পারেন।
Introducing Broker (IB) কিভাবে কাজ করে?
প্রথমত একজন Introducing Broker (IB) নতুন নতুন ক্লায়েন্ট রেফার করে থাকে। Introducing Broker (IB) তার নিজেস্ব নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, ওয়েবসাইট এবং অন্যান্ন মাধ্যম ব্যবহার করে ক্লায়েন্টদের আকৃষ্ট করে সংশ্লিষ্ট ব্রকারে একাউন্ট ওপেন করায় এবং বিনিয়োগে উৎসাহী করে।
Introducing Broker (IB) ক্লায়েন্টদের বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করে থাকে। ব্রকার একাউন্ট ওপেন করা, ট্রেডিং প্লাটফর্ম ইউজ, ডিপোজিট/উইথড্রল প্রক্রিয়া এবং ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হেল্প করে।
Introducing Broker (IB) তার কাজের সফলতার পরে প্রাপ্তির বিষয়টি আসে। যখন উক্ত ক্লায়েন্ট বিনিয়োগ সম্পন্ন করে ট্রেডিং শুরু করে তখন Introducing Broker (IB) তার কমিশন পাইতে শুরু করে। ট্রেডার যদি ট্রেড না করে তবে Introducing Broker (IB) কোন প্রকার আরনিং পাবেন না। উক্ত কমিশন ট্রেডিং ভলিউম এর উপরে ভিত্তি করে বন্ঠন হয়ে থাকে। এছাড়া অনেক ব্রকার কিছু এক্সট্রা সুযোগ সুবিধা দিয়ে থাকে।
Introducing Broker (IB) এর প্রধান দায়িত্ব কি?
একজন Introducing Broker (IB) এর প্রধান দায়িত্ব হলো, নতুন নতুন ট্রেডারদের আকর্ষণ করে রেফার করা। ক্লায়েন্টকে ব্রকার এর সাথে যুক্ত হওয়ার জন্য এবং ব্রকার এর প্লাটফর্ম ইউজ করে ট্রেড করার জন্য হেল্প করা। ট্রেডিং সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান এবং বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর প্রদান করা। ব্রকার এর বিভিন্ন নিয়ম ও নিতিমালা এবং শর্তাবলি সম্পর্কে ক্লায়েন্টদের অভিহিত করা।
Introducing Broker (IB) কি কি সুবিধা পায়?
কোন ক্লায়েন্টকে যদি সংশ্লিষ্ট ব্রকারে রেফার করে ধরে রাখা যায় তবে কমিশন এর মাধ্যমে ভালোই প্রফিট আসতে পারে। উক্ত ক্লায়েন্ট যতোদিন ট্রেড করবে Introducing Broker (IB) ততোদিন কমিশন পেতেই থাকবেন। এছাড়া ব্রকারকে প্রমোট করতে করতে একটা সময় Introducing Broker (IB) নিজেই ব্রান্ড হয়ে যায়। Introducing Broker (IB) এখানে রিস্ক খুবই সামান্য কারন সে ট্রেডনা করে ক্লায়েন্ট সংগ্রহের কাজ করে। ট্রেড করলে লস এর ঝুকি থাকে।
অনেক এমন ব্রকার আছে যারা মার্কেটিং এর জন্য নির্দিষ্ট এমাউন্ট দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন সভা সেমিনার আয়োজন করেও অনেক আয়ের সুযোগ থাকে। ব্রকার এর মধ্যমে ট্রেনিং ও বিভিন্ন মার্কেটিং ট্যুলস পাওয়া যায়। সোজা কথা ব্রকার সন্তুষ্ট হলে অনেক সুবিধা একজন Introducing Broker (IB) কে দিয়ে থাকে।
বাংলাদেশের প্রেক্ষাপটে Introducing Broker (IB) হিসেবে কাজের সুযোগ
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রচুর ট্রেডার আছে। এছাড়া অনেক নতুন নতুন ট্রেডার মার্কেটে যুক্ত হচ্ছে। আপনি যদি ট্রেডিং না করে শুধুমাত্র Introducing Broker (IB) হিসেবে কাজ করতে চান সেইটা পারবেন। আপনি চাইলে ট্রেডিং এর পাশাপাশিও Introducing Broker (IB) হিসেবে কাজ করতে পারবেন।
এক্ষেত্রে আপনি একটি ভালো কোয়ালিটি ব্রকার নির্বাচন করুন। এমন ব্রকার নির্বাচন করুন যাদের স্ট্রং লাইসেন্স আছে এবং Introducing Broker (IB) প্রবাইড করে। উক্ত ব্রকারে Introducing Broker (IB) হিসেবে রেজিস্ট্রেশন করুন। আপনি আপনার মতো করে নিজেস্ব কমিউনিটিতে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে, ওয়েবসাইট এর মাধ্যমে বা অন্য উপায়ে মার্কেটিং শুরু করুন। যতো বেশি ক্লায়েন্ট রেফার করে বিনিয়োগ করাবেন ততো বেশি আয় করতে পারবেন।
Introducing Broker (IB) প্রগ্রামে সাধারণত কমিশন এর ধরন কেমন?
মার্কেটে অসংখ্য ব্রকার আছে। একেক ব্রকার একেক রকম কমিশন অফার করে থাকে। যেমন কোন ব্রকার পিপ্স কমিশন প্রদান করে। কোন কোন ব্রকার স্প্রেড কমিশন প্রদান করে। এছাড়া নতুন ক্লায়েন্ট আনলে অনেক ব্রকার রেফার বোনাস ও দিয়ে থাকে। এসব কমিশন সাধারণত ২০% - ৫০% হতে পারে। কমিশন মূলত ব্রকার এর উপর এবং আপনার কাজের ধরনের উপর নির্ভর করে।
Introducing Broker (IB) হতে কি ধরনের যোগ্যতা প্রয়োজন?
সর্বপ্রথম ফরেক্স মার্কেট সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান রাখতে হবে। বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করার মতো ধৈর্য থাকা আবশযক। মার্কেটিং করার মতো যোগ্যতা বিশেষ ভাবে থাকতে হবে। ক্লায়েদের নিকট বিশ্বস্থ থাকতে হবে।
Introducing Broker (IB) এর ক্ষেত্রে কিছু সাবধানত
আপনি অবশ্যই একটি ভালো ব্রকার পছন্দ করবেন। বেশি কমিশন এর আশায় সাধারণ ব্রকার এর কাজ করলে ক্লায়েন্ট ধরে রাখতে পারবেন না। আপনি যদিও বিনিয়োগ করছেন না এবং ট্রেড করতেছেন না। তবে আপনার ক্লায়েন্ট বিনিয়োগ ও ট্রেড করবে, তাই ক্লায়েন্ট এর বেপারে সচেতন থাকুন।
কাজ করার পূর্বে আইন ও নীতিমালা সম্পর্কে অবশ্যই জেনে এবং বুঝে কাজ শুরু করুন। অনেক ব্রকার Introducing Broker (IB) দের সাথে প্রতারণা করতে পারে। ইতিপূর্বে বাংলাদেশেই অনেক রেকর্ড আছে। তাই এই বিষয় সচেতন থাকা জরুরী।
Introducing Broker (IB) হচ্ছেন একটি ফরেক্স ব্রকার এবং একজন ট্রেডার এর মধ্যকার গুরুত্বপূর্ণ এক মাধ্যম। একজন Introducing Broker (IB) নতুন নতুন ক্লায়েন্ট ব্রকারে যুক্ত করে ব্রকার এর বিজনেস বৃদ্ধি করতে সাহায্য করে। বাংলাদেশে প্রচুর ট্রেডার রয়েছে তাই ভাল কাজেরও সুযোগ আছে। একটি ভালো ব্রকার পছন্দ করে, ক্লায়েন্ট কে ভালো সাপোর্ট দিয়ে রাখতে পারলে Introducing Broker (IB) বিজনেস অনেক লাভজনক হতে পারে। তাই সবাই নিয়ম মেনে কাজ করুন।
কিছু রেগুলার প্রশ্নঃ
প্রশ্ন: IB হিসেবে আয়ের জন্য কি ট্রেডিং জানা দরকার?
উত্তর: সরাসরি ট্রেডিং না করেও IB হিসেবে আয়ের সুযোগ আছে, তবে ট্রেডিং সম্পর্কে মৌলিক ধারণা থাকা ভালো।
প্রশ্ন: IB হিসেবে আয়ের পর কত ট্যাক্স দিতে হয়?
উত্তর: বাংলাদেশে আয়কর আইন অনুযায়ী IB হিসেবে আয়ের উপর কর দিতে হতে পারে, বিস্তারিত জানার জন্য একজন CA বা ট্যাক্স এক্সপার্টের সঙ্গে পরামর্শ করুন।
প্রশ্ন: কি ব্রোকারের IB প্রোগ্রামে যোগ দিতে পারি?
উত্তর: জনপ্রিয় ব্রোকার যেমন XM, FXTM, HotForex, Exness, Icmarkets, Tickmill ইত্যাদির IB প্রোগ্রাম রয়েছে।
আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে এবং ট্রেডিং সম্পর্কে আরো জানতে আগ্রহী থাকেন তবে Forex School BD এর সাথে থাকুন। ধন্যবাদ
What's Your Reaction?






