ফরেক্স মার্কেট ও ট্রেডিং গাইড ২০২৫ – কীভাবে শুরু করবেন, ঝুঁকি ও আয়
ফরেক্স ট্রেডিং কি, কিভাবে ফরেক্স মার্কেট কাজ করে, ফরেক্স মার্কেট এর ইতিহাস, ফরেক্স মার্কেট এর রিস্ক এবং কিভাবে ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জন করবেন।

ফরেক্স মার্কেট কি? (What is Forex markets?)
ফরেক্স মার্কেট বা (Foreign Exchange Market) হলো আন্তর্জাতিক মুদ্রার এক্সচেঞ্জ মার্কেট। ফরেক্স মার্কেটে বিশ্বের প্রায় সকল দেশের কারেন্সি একে অন্যের বিপরীতে বিনিয়ম বা লেনদেন হয়। ফরেক্স মার্কেট এর বিস্তার বিশ্বব্যাপী। ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচদিন ২৪ ঘণ্টা চালু থাকে। ফরেক্স মার্কেট হলো বিশ্বের সবচাতে বড়ো মার্কেট প্লেস। ফরেক্স মার্কেটে রেকর্ড একদিনে ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার এর লেনদেন হয়েছে। এমন লেনদেন এর রেকর্ড বিশ্বের অন্য কোন ফাইন্যান্সিয়াল মার্কেটে এখনো হয়নি।
ফরেক্স মার্কেট এর বৈশিষ্টঃ
- ফরেক্স মার্কেট সোম থেকে শুক্রবার ২৪ ঘন্টাই চালু থাকে
- ফরেক্স মার্কেট এর সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক। অফলাইনে এর কোন প্রকার কার্যক্রম নেই
- ফরেক্স মার্কেটে হাই লিকুইড পাওয়া যায়
- ফরেক্স মার্কেটে প্রফিট/লস উভয়ই সম্ভবনা বিদ্যমান
ফরেক্স ট্রেডিং কি? (What is Forex Trading)
ফরেক্স ট্রেডিং এর মূল বিষয়বস্তু হলো এক দেশের মুদ্রা ক্রয় এবং অপর এক দেশের মুদ্রা বিক্রয়। এই মুদ্রার ক্রয় বিক্রয়ের সময় দামের পার্থক্যের দ্বারা প্রফিট বা লস হতে পারে। যেমন ধরুন আপনি EUR/USD পেয়ারে একটি বাই করলেন। এর মানে হলো আপনি মার্কিন ডলার দিয়ে ইউরো ক্রয় করলেন। এখন যদি আপনার ক্রয়কৃত প্রাইস থেকে ইউরোর দাম আর বৃদ্ধি পায় তাহলে আপনি প্রফিট পাবেন। আবার আপনার ক্রয়কৃত প্রাইস থেকে ইউরোর দাম কমে গেলে আপনি লস করবেন। কতো লাভ/লস করবেন সে হিসেব এখন করতেছি না। আমি যাস্ট বাস্তবতা বোঝাতে চেষ্টা করতেছি।
ধরুন আপনি EURUSD = 1.10000 প্রাইসে একটি বাই করলেন। যার মানে হলো ১ ইউরো ক্রয় করতে ১.১০ মার্কিন ডলার খরচ পড়বে। আপনি ১ ইউরো ১.১০ মার্কিন ডলার দিয়ে ক্রয় করলেন। ইউরোর প্রাইস বেড়ে 1.11000 প্রাইসে গেলো। এর অর্থ হলো আপনি প্রফিট করেছেন। কিন্তু প্রাইস যদি 1.09000 নেমে যায় তাহলে আপনি লস করলেন।
এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে, ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করতে হলে আমাকে সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট এর ভবিষ্যৎ প্রাইস ভ্যালু আইডিয়া করতে হবে। যদি আইডিয়া সঠিক হয় তাহলে প্রফিট আর ভুল হলে লস। যাকে বলা হয় মার্কেট এনালাইসিস।
ফরেক্স মার্কেট এর ইতিহাস
১৯৪৪ সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে কিছু নির্দিষ্ট এক্সচেঞ্জ চালু হয়। ১৯৭১ সালে উক্ত ব্রেটন উডস চুক্তি বাতিল হিসেবে ঘোষনা করা হয়। যার ফলে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট এর সূচনা হয়। ১৯৯৬ সাল এর পরে এসে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে অনলাইন ট্রেডিং শুরু হয়। ঠিক এই সময় থেকেই রিটেইল মার্কেট এর যাত্রা শুরু হয়। যার ফলে আপনি আমি আমরা সবাই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ট্রেডিং একাউন্ট খুলে ডিপোজিট, ট্রেডিং, টাকা উত্তোলন এবং লেনদেন সম্পন্ন করতে পারি।
ফরেক্স মার্কেট এর ঝুকি
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় যেমন প্রফিট আশা করি ঠিক তেমন লস ও হতে পারে। সাধারণত নতুন যারা ট্রেডিং শুরু করেন তাদের ক্ষেত্রে লসের সম্ভবনা বেশি থাকে। এই লসের কিছু সুনির্দষ্ট কারন আছে যেমনঃ
- মার্কেট ভোলাটিলিটি
- ইমোশনাল ট্রেডিং
- লিভারেজ এর সঠিক ইউজ না জানা
- রিস্ক/রিওয়ার্ড এর প্রপার ইউজ না জানা
আপনি যদি ফরেক্স মার্কেটে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে আগে সঠিকভাবে ট্রেডিং শিখতে হবে। এর পরে ভালভাবে প্রাকটিস করতে হবে। ভালকিছু ট্রেডিং স্ট্রাটেজি শিখে তার প্রাকটিস করুন। রেজাল্ট বের করে তা পজেটিভ হলে আপনি তখন সিদ্ধান্ত গ্রহন করুন।
What's Your Reaction?






