ফরেক্স মার্কেট কি? ফরেক্স মার্কেট এর ইতিহাস ও আন্তর্জাতিক আইন

ফরেক্স শব্দটি এসেছে “Foreign Exchange” এর সংক্ষিপ্ত রূপ থেকে, যার শাব্দিক ও আভিধানিক অর্থ হলো "মুদ্রা বিনিময়।" ফরেক্স মার্কেট হলো বিকেন্দ্রীভূত, বৈশ্বিক এবং ওভার-দ্য-কাউন্টার (OTC) মার্কেট হিসেবে স্বীকৃত। ফরেক্স মার্কেটে এক পক্ষ্য অপর পক্ষের সাথে লেনদেন করে থাকেন। ফরেক্স হলো বিশ্বের সবচাইতে বড়ো ফাইন্যান্সিয়াল মার্কেট। ফরেক্স মার্কেটে প্রতিদিনের গড় রেকর্ড ছিলো সর্বোচ্চ ৭ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যা বিশ্বের ফাইন্যান্স সেক্টরে ইতিহাস।

Jun 20, 2025 - 12:56
Jun 20, 2025 - 13:19
 0  8
ফরেক্স মার্কেট কি? ফরেক্স মার্কেট এর ইতিহাস ও আন্তর্জাতিক আইন
ফরেক্স মার্কেট কি? ফরেক্স মার্কেট এর ইতিহাস ও আন্তর্জাতিক আইন

ফরেক্স মার্কেট কি?

ফরেক্স মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট হলো বিশ্বের সবচাইতে বড়ো ফাইন্যান্সিয়াল মার্কেট। ফরেক্স মার্কেট এর কোন সেন্ট্রাল বা নির্দিষ্ট কোন কেন্দ্র নেই। ফরেক্স মার্কেটে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা বা কারেন্সি একে অপরের সাথে বিনিময় করা হয়। ফরেক্স (Forex) শব্দটির উৎপত্তি মূলত Foreign Exchange এর সংক্ষিপ্ত রূপ থেকে। 

আমি যদি আর সহজ করে বলি তবে তা হবে এমন যে, ফরেক্স মার্কেটে আপনি বিভিন্ন দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা বিনিময় করতে পারবেন। যেমন আপনার নিকট যদি মার্কিন ডলার থাকে তবে তা দিয়ে আপনি ইউরো, পাউন্ড বা অষ্ট্রেলিয়ান ডলার ক্রয় ও বিক্রয় করতে পারবেন। এছাড়া আপনি চাইলে গোল্ড, সিলভার, তেল এছাড়া বিভিন্ন স্টক ইনডেক্স এর সাথেও বিনিময় করতে পারবেন। 

ফরেক্স মার্কেটে কিভাবে লেনদেন হয়?

পূর্বেই উল্লেখ করেছি যে, ফরেক্স মার্কেটে মূলত মুদ্রা বিনিময় হয়। এছাড়া বিভিন্ন এসেট, স্টক, ন্যাচারাল এসেট, ইনডেক্স ইত্যাদি লেনদেন করা যায়। ফরেক্স মার্কেট মূলত একটির সাথে অন্যটির বিনিময় প্রথা থিউরি অবলম্বন করে। যেমন ধরুন আপনার নিকট মার্কিন ডলার আছে। এখন আপনি চাইলে অপর কোন কারেন্সি ক্রয় ও বিক্রয় করতে পারবেন। এছাড়া গোল্ড, সিলভার, বিভিন্ন স্টক এর ইনডেক্স ইত্যাদির সাথে লেনদেন করতে পারবেন। যদি প্রফিট লস এর হিসেব করেন তাহলে এখানে আমি বলব আপনাকে যেকোন শক্তিশালি পক্ষ্য বেচে নিয়ে ক্রয় বিক্রয় করতে হবে। 

ফরেক্স মার্কেটে কারেন্সি গুলো পেয়ার আকারে থাকে। যেমন EURUSD, GBPUSD, USDJPY, XAUUSD ইত্যাদি। আপনি যদি ট্রেড করতে চান তবে আপনাকে যেকোন একটি কারেন্সি পেয়ার এর মার্কেটে প্রবেশ করতে হবে। যেখানে দুইটি মার্কেট প্রতিযোগিতা করে এবং একে অন্যের বিপরীতে শক্তি প্রদর্শন করে। যদি আপনি EURUSD পেয়ারে প্রবেশ করেন তবে আপনি এনালাইসিস করবে আসলে এখানে কে শক্তিশালি বর্তমানে আছে এবং ভবিষতে কে তার শক্তি ধরে রাখতে সক্ষম হবে। আপনি অবশ্যই শক্তিশালীর পক্ষে অবস্থান নিবেন। 

আপনার নিকট মনে হলো যে ইউরো শক্তিশালী হবে তাহলে আপনি ইউরো ক্রয় করুন। অপেক্ষা করুন, যখন আপনার চাহিদা অনযায়ী প্রাইসে মার্কেট হিট করবে আপনি উক্ত ইউরো বিক্রি করে দিন এবং প্রফিট উপভোগ করুন। আসলে এই প্রক্রিয়ার আরো বিশাল একটি আলোচনা আছে যা আমি পরবর্তীতে ধাপে ধাপে করব। 

ফরেক্স মার্কেট এর বৈশিষ্ট

ফরেক্স মার্কেট সম্পর্কে ইতিমধ্যে কিঞ্চিত ধারনা পেয়েছেন আশা করি। এবার আসুন ফরেক্স মার্কেট এর কিছু বৈশিষ্ট সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করি। 

  1. ফরেক্স মার্কেট এর আকৃতিঃ ২০২৪ সালের হিসেব অনুযায়ী ফরেক্স মার্কেটে একদিনের গড় লেনদেন সর্বোচ্চ রেকর্ড হলো ৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের ও বেশি। 
  2. ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা চালু থাকেঃ ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ( সোম - শুক্রবার) বিরামহীন ২৪ ধন্টাি চালু থাকে। 
  3. ফরেক্স মার্কেট বিকেন্দ্রিভূত বা ডিসেন্ট্রালাইজদঃ ফরেক্স মার্কেট এর নির্দিষ্ট কোন কেন্দ্র বা নিয়ন্ত্রক নেই। ফরেক্স মার্কেটে ইন্টারনেট এর মাধ্যমে বিশ্বব্যাপী লেনদেন হয়ে থাকে। 

ফরেক্স মার্কেটে কারা লেনদেন করে থাকেন?

ফরেক্স মার্কেটে একটি সময় লেনদেন গুলো নির্দিষ্ট ছিলো। যেমন

  • সেন্ট্রাল ব্যাংক
  • কমার্শিয়াল ব্যাংক
  • মাল্টিন্যাশনাল কোম্পানি
  • হেজ ফান্ড

উল্লিখিত প্লেয়ার ছাড়া ফরেক্স মার্কেটে সাধারণ মানুষের কোন সুযোগ ছিলো না। ১৯৭১ সালে Bretton Woods Agreement চুক্তিটি অকার্যকর হওয়ার পর থেকেই আধুনিক ফরেক্স মার্কেট এর সূচনা হয়। তবে এর ব্যাপক প্রসার ঘটতে শুরু করে ১৯৯০ সালের ইন্টারনেট ও প্রযুক্তির উদ্ভাবন এর পর থেকেই। যেমন ১৯৯৯ সালে মেটাকোটস তাদের মেটাট্রেডার এর প্রথম ভার্সন চালু করে। এর পর থেকে ধিরে ধিরে ফরেক্স মার্কেটে সাধারন মানুষের পদাচরনা শুরু হয়। রিটেইল ট্রেডিং নিয়ে আমি বিস্তারিত একটি আর্টিকেল খুব দ্রুত প্রকাশ করবো ইনশাআল্লাহ। 

ফরেক্স মার্কেট এর ইতিহাস

১৯ শতকের মাঝামাঝি সময় থেকে বিশ্বের বিভিন্ন দেশ তার নিজেশ্ব মুদ্রাকে স্বর্ণের সাথে সংযুক্ত করে। যাকে বলা হয় গোল্ড স্ট্যান্ড (Gold Standard)। এর পর থেকেই মুদ্রা বা কারেন্সির মান নির্ধারতি হতো স্বর্মের মূল্যের ভিত্তিতে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্বের অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। বিশ্ব অর্থনীতিতে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। যেখানে মার্কিন ডলারকে সেন্ট্রাল কারেন্সি হিসেবে স্বীকৃতি প্রদান করে বিশ্বের অন্যান্ন দেশের কারেন্সির মান নির্নয় করা হয়। এই ঘটনাটি ঘটে ১৯৪৪ সালে, যাকে ব্রেটন উডস চুক্তি নামে ঘোষনা করা হয়।

১৯৭১ সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন স্বর্ণের মান সম্পূর্ণ বাতীল ঘোষনা করেন এবং পাশাপাশি মার্কিন ডলারকে ওপেন মার্কেটে (Floating) এক্সচেঞ্জ রেটে রূপান্তর করেন। উক্ত ঘটনার পর থেকে বর্তমান ফরেক্স মার্কেট এর ভিত্তি তৈরি হয়। 

১৯৯০ সালে ইন্টারনেট এর আবির্ভাব হওয়ার মধ্য দিয়ে রিটেইল ট্রেডার তথা আমাদের মতো সাধারণ মানুষ ফরেক্স মার্কেটে অংশগ্রহণ করতে শুরু করেন। এর আগে শুধুমাত্র ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বড় বড় কর্পোরেট হাউজগুলোই এই মার্কেটে ট্রেড করতে পারতো।

ফরেক্স মার্কেট এর আন্তর্জাতিক আইন ও নিয়ন্ত্রণ

যেহেতু আমরা জেনেছি যে, ফরেক্স মার্কেট এর নির্দিষ্ট কোন সেন্ট্রাল বা কেন্দ্র নেই। ফরেক্স মার্কেট বিশ্বব্যাপী লেনদেন করে থাকে। তবে বিশ্বের বিভিন্ন দেশ তার আভ্যন্তরীণ আর্থিন নয়ন্ত্রণ সংস্থার মাধ্যমে ফরেক্স ব্রকার ও লেনদেন পর্যবেক্ষন করে থাকেন। আপনাদের বোঝার স্বার্থে কিছু গুরুত্বপুর্ণ নিয়ন্ত্রক সংস্থার বিবরন উল্লেখ করছি। 

  • CFTC (Commodity Futures Trading Commission)    যুক্তরাষ্ট্র    ফরেক্স, ফিউচার ও অপশন মার্কেট নিয়ন্ত্রণ
  • NFA (National Futures Association)    যুক্তরাষ্ট্র    ফরেক্স ব্রোকারদের লাইসেন্স প্রদান ও তদারকি
  • FCA (Financial Conduct Authority)    যুক্তরাজ্য    ব্রোকারদের রেগুলেশন এবং বিনিয়োগকারীদের সুরক্ষা
  • CySEC (Cyprus Securities and Exchange Commission)    সাইপ্রাস    ইউরোপিয়ান ব্রোকারদের নিয়ন্ত্রণ
  • ASIC (Australian Securities and Investments Commission)    অস্ট্রেলিয়া    আর্থিক বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ
  • BaFin (Federal Financial Supervisory Authority)    জার্মানি    ইউরোপীয় ইউনিয়নের ফরেক্স ট্রেডিং নিয়ম মেনে চলছে কিনা তা দেখাশোনা করে

ফরেক্স মার্কেটে আন্তর্জাতিক আইনের গুরুত্ব

  • বিনিয়োগকারীদের সুরক্ষা: ফরেক্স মার্কেটের সাথে প্রতারণা করার সুযোগ কমাতে কড়া আইন প্রয়োগ করা হয়।
  • ফিনান্সিয়াল রিপোর্টিং ট্রান্সপারেন্সি: ব্রোকারদের নিয়মিত অডিট ও রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকে।
  • অ্যান্টি মানি লন্ডারিং (AML): অবৈধ অর্থ প্রবাহ রোধে আন্তর্জাতিক AML আইন মেনে চলা বাধ্যতামূলক।
  • KYC (Know Your Customer): গ্রাহক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতারণার ঝুঁকি কমানো হয়

ফরেক্স মার্কেট অত্যান্ত ঝুকিপূর্ণ একটি ট্রেডিং প্লাটফর্ম। এই মার্কেট এর ভোলাটিলিটি এতোই বেশি যে, মুহুর্তেই একজন ট্রেডার তার সকল বিনিয়োগ হারিয়ে ফেলতে পারেন। তাই কারো প্ররচনায় অথবা লোভের বশবর্তী হয়ে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আপনার আগ্রহ সৃষ্টি হয় যে, আপনি ফরেক্স ট্রেডিং করবেন তবে অবশ্যই আগে সঠিকভাবে ফরেক্স ট্রেডিং শিখুন।

পরবর্তী আর্টিকেল শীঘ্রই পাবেন। তবে  এই আর্টিকেল কেমন লেগেছে তা জানাতে কমেন্টস করুন। আর কোন মতামত বা পরামর্শ থাকলে কমেন্টস করতে পারেন। কোন রিকুয়েস্ট থাকলে তাও জানাতে পারেন আমরা আপনাকে মূল্যায়ন করব। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0