ফরেক্স ব্রোকার কি? ইতিহাস, ধরন ও রেগুলেশন একসাথে জানুন

ফরেক্স ব্রকার ফরেক্স ট্রেডিংয়ের মূল ভয়মিকায় রয়েছে। আপনি যেহেতু একজন ট্রেডার সেহেতু আপনি যে, ব্রকারে বিনিয়োগ ও ট্রেড করছেন তা রেগুলেটেড ও ট্রাস্টেড কিনা তা অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন। একটি ভুল ব্রকার নির্বাচন করলে আপনি প্রফিট এর বদলে ক্ষতিগ্রস্থ হতে পারেন। সঠিকভাবে যাচাইবাচাই করে আপনি একটি ব্রকার নির্বাচন করুন। একটি বিষয় মনে রাখবেন যে, সঠিক একটি ব্রকার নির্বাচন মানেই নিরাপদ ট্রেডিং এর নিশ্চয়তা।

Jun 23, 2025 - 23:39
Jun 23, 2025 - 23:44
 0  6
ফরেক্স ব্রোকার কি? ইতিহাস, ধরন ও রেগুলেশন একসাথে জানুন
ফরেক্স ব্রোকার কি ইতিহাস, ধরন ও রেগুলেশন একসাথে জানুন

বর্তমানে অনলাইনে বিনিয়োগ বা ট্রেডিং জগতে "ফরেক্স ব্রোকার" খুবই পরিচিত একটি শব্দ। ফরেক্স ব্রকার কে ট্রেডিং প্রোবাইডার ও বলা হয়। আমরা এমন অনেকেই আছি যারা ব্রকার এর প্রকৃত অর্থ, ইতিহাস ও এর পিছনের আইনগত বিষয়গুলো সম্পর্কে সচেতন নই। আমি আজকের এই আর্টিকেলে আলোচনা করবো - ফরেক্স ব্রকার কি, ফরেক্স ব্রকার এর উদ্ভব কিভাবে হয়েছে, ফরেক্স ব্রকার এর বিভিন্ন ধরন এবং ফরেক্স ব্রোকার এর বৈধতা কিভাবে যাচাই করবেন ইত্যাদি। 

ফরেক্স ব্রোকার কি?

ফরেক্স ব্রোকার হলো এমন একটি প্রতিষ্ঠান, যে ফরেক্স ট্রেডারদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সুযোগ করে দেয়। আমরা যারা সাধারণ মানুষ বা ছোট বিনিয়োগকারি আছি তারা সরাসরি ইন্টারব্যাংক মার্কেটে বিনিয়োগ করে ট্রেডিং করার জন্য সুযোগ গ্রহণ করতে পারি না। ইন্টার ব্যাংক মার্কেটে ট্রেড করেন শুধুমাত্র বড়ো বড়ো আর্থিক প্রতিষ্ঠান ও বিগ বাজেট এর বিনিয়োগকারিরা। অপরদিকে সাধারণ মানুষের জন্য ফরেক্স ব্রোকার ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সুযোগ করে দিয়েছে। যার অর্থ দাঁড়ায় ব্রোকার হলো ট্রেডার ও মার্কেট এর মধ্যে একটি মধ্যস্থাকারি প্রতিষ্ঠান। 

ফরেক্স ব্রোকার সৃষ্টির ইতিহাসঃ

আমরা অনেকেই Bretton Woods চুক্তি সম্পর্কে জানি। ১৯৭১ সালে উক্ত Bretton Woods চুক্তিটি বাতিল হয়ে যায়। Bretton Woods চুক্তি বাতিল হওয়ায় বিশ্বের সকল দেশের মুদ্রা গুলো ফ্লোটিং হতে শুরু করে। কারেন্সি বা মুদ্রার প্রাইস উঠানামার সুযীগ কে কাজে লাইগিয়ে বিজনেস করার এক বিশাল সম্ভবনা তৈরি হয়। তখন যে মার্কেট প্লেস তৈরি হয় সেখানে সাধারন মানুষের কোন প্রকার সংশ্লিষ্টতা ছিলো না। এই মার্কেটে ট্রেড করতেন কেবল বড়ো বড়ো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। 

১৯৯৬ - ২০০০ সাল এর মধ্যকার সময়ে ইন্টারনেট ও প্রযুক্তির এক বিরাট সাফল্য মানব জাতী পায়। উক্ত সময়ে সাধারণ মানুষের জন্য রিটেল মার্কেট এর যাত্রা শুরু হয়। কিছু সফটওয়্যার কোম্পানি ও ফিনটেক প্রতিষ্ঠান MetaTrader প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, যা সাধারণ ট্রেডারদের জন্য ফরেক্স মার্কেটে প্রবেশ সহজ করে তোলে। 

শুরুর দিকে কয়েকটি ব্রকার ছিলো মাত্র। উক্ত ব্রোকার গুলো ব্যাক্তি পর্যায়ে ট্রেডিং করার জন্য সুযোগ করে দিতে শুরু করে। পর্যায়ক্রমে রিটেইল মার্কেট এখন বিশাল এক ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। 

ফরেক্স ব্রোকার এর ধরনঃ

রিটেইল ফরেক্স ব্রকার এর মধ্যে সাধারণত দুইটি শ্রেনী সনাক্ত হয়েছে। এই শ্রেনীগুলো বিভিন্ন বৈশিষ্টের ভিত্তিতে নির্বাচিত হয়েছে।  

1. Dealing Desk (DD) / Market Maker (MM)

2. No Dealing Desk (NDD)

Dealing Desk (DD) / Market Maker (MM): 

Dealing Desk (DD) / Market Maker (MM) ব্রকার এর কিছু বৈশিষ্ট আছে। যেমন

  • নিজস্ব প্রাইস নির্ধারন করতে পারে
  • ট্রেডার এর বিপরীতে ট্রেড করতে পারে (আপনি বাই ওপেন করলে ব্রকার সেল ওপেন করবে)
  • স্প্রেড ফিক্সড অথবা ভেরিয়েবল হতে পারে
  • ছোট ও ক্ষুদ্র বিনিয়োগ গ্রহণ করে থাকে

No Dealing Desk (NDD):

No Dealing Desk (NDD) ব্রকার এর মধ্যে দুইটি প্রকারভেদ পাওয়া যায়। 

  1. Straight Through Processing (STP)
  2. Electronic Communication Network (ECN)

STP ব্রোকার এর রুলস হলো একজন ট্রেডার এন্ট্রি সরাসরি লিকুইডিটি প্রবাইডার এর সার্বারে ট্রান্সফার করবে। আর স্প্রেড সাধারণত ভেরিয়েবল থাবে। 

ECN কে ধারণা করা হয় একটি স্বচ্চ সিস্টেম। এই সিস্টেমে একজন ট্রেডার এর বিপরীতে অপর একজন ট্রেডারকে যুক্ত করবে। যেমন ধরুন আপনি বায়ার হলে অপর একজন সেলারকে আপনার সাথে সংযুক্ত করে দিবে। এছাড়া স্প্রেড ব্রোকার আলাদা ভাবে সংযুক্ত বা মার্কআপ করতে পারবে না। তবে লট ভলিউম হিসেব করে নির্দিষ্ট কমিশন গ্রহণ করে থাকে। 

রিটেইল সম্পর্কিত আন্তর্জাতিক আইন ও রেগুলেশনঃ

যদি কোন ব্রোকার ট্রেডারদের ট্রেডিং প্রবাইড করতে চায় তবে তাকে আন্তর্জাতিক কিছু নীতিমালা মেনে আসতে হবে। যেমন কোম্পানির নিজেস্ব নামে ট্রেডিং সার্বার থাকবে। এছাড়া যেসব দেশে ব্রোকার কাজ করতে চায় সেসব দেশের ফাইন্যান্স অথরিটির থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে। উক্ত অথরিটি ট্রেডার বা বিনিয়োগকারিদের বিনিইয়োগ এর সুরক্ষা প্রদান করবে। 

বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কিছু রেগুলেটরি সংস্থা সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। 

সংস্থা দেশ পূর্ণ নাম
NFA / CFTC যুক্তরাষ্ট্র National Futures Association / Commodity Futures Trading Commission
FCA যুক্তরাজ্য Financial Conduct Authority
ASIC অস্ট্রেলিয়া Australian Securities and Investments Commission
CySEC সাইপ্রাস Cyprus Securities and Exchange Commission
FSCA দক্ষিণ আফ্রিকা Financial Sector Conduct Authority

কেন এই লাইসেন্স বা রেগুলেশন গুরুত্বপূর্ণঃ

  • একজন ট্রেডার এর বিনিয়োগ সুরক্ষিত থাকবে
  • ব্রোকার এর সকল কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে
  • ব্রোকার চাইলেই কারো ফান্ড আটকে রাখতে পারবে না
  • কোন ট্রেডার এর সাথে কোন প্রকার স্ক্যাম হলে অভিযোগ করার সুযোগ থাকবে

একটি ভালো ব্রোকার কিভাবে চিনতে পারবেনঃ

  1. ব্রোকার এর রেগুলেশন বা লাইসেন্স আছে কিনা তা যাচাই করা
  2. ডিপোজিট এবং উইড্রল পদ্দতি সহজ এবং নির্ভরযোগ্য কিনা তা নিশ্চিত করা
  3. ক্লায়েন্ট সাপোর্ট ২৪/৫ অথবা ২৪/৭ সঠিকভাবে পাওয়া যায় কিনা
  4. স্প্রেড ও কমিশন ট্রেডার বান্ধব কিনা তা লক্ষ্য করা
  5. ট্রেডিং প্লাটফর্ম এর পূর্ণ লাইসেন্স আছে কিনা
  6. নেগেটিভ ব্যালেন্স প্রটেকশন প্রদান করে কিনা

উল্লিখিত বিষয় গুলো যদি পজেটিভ হয় তবে আপনি যেকোন ব্রোকার এর সাথে কাজ করতে পারবেন। 

ফরেক্স ব্রকার ফরেক্স ট্রেডিংয়ের মূল ভয়মিকায় রয়েছে। আপনি যেহেতু একজন ট্রেডার সেহেতু আপনি যে, ব্রকারে বিনিয়োগ ও ট্রেড করছেন তা রেগুলেটেড ও ট্রাস্টেড কিনা তা অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন। একটি ভুল ব্রকার নির্বাচন করলে আপনি প্রফিট এর বদলে ক্ষতিগ্রস্থ হতে পারেন। সঠিকভাবে যাচাইবাচাই করে আপনি একটি ব্রকার নির্বাচন করুন। একটি বিষয় মনে রাখবেন যে, সঠিক একটি ব্রকার নির্বাচন মানেই নিরাপদ ট্রেডিং এর নিশ্চয়তা। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0